নিজস্ব প্রতিবেদক :
বর্ষীয়ান রাজনীতিবীদ প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের ও দিরাই শাল্লার বর্তমান সাংসদ ড. জয়া সেন গুপ্তার একমাত্র পুত্র গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌমেন সেনগুপ্তের সহায়তায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়৷
বৃস্পতিবার সৌমেন সেন গুপ্তের তরফ হতে দিরাই উপজেলার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের স্কুল বেগ ও খাতা কলম বই পেন্সিল রাবার সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন, সৌমেন সেনগুপ্তের প্রতিনিধি একটি দল।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য অসীম তালুকদার, সুজিত চক্রবর্তী, রাজীব,সোহেল, বিলাস, সুমন, জয়ন্ত, রুদ্র, ভুট্টো, কংকন, রয়েল, রতন, প্রমুখ।