৪ লাখ রুপিসহ সুনামগঞ্জে হুন্ডি ব্যবসায়ী আটক

হাবিব সরোয়ার আজাদ, সিলেট:
ভারতীয় রুপি সহ সুনামগঞ্জের তাহিরপুরে মোহাম্মদ আব্দুল হাই (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকার কোয়ারী সংলগ্ন সড়ক হতে তাকে আটক করা হয়।
আটক আব্দুল হাই উপজেলার বড়দল উওর ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম হুন্ডি ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেন।,
জানা গেছে, ভারতীয় বিপুল পরিমাণ রুপি (মুদ্রা) নিয়ে যাবার পথে শুক্রবার দুপুরে থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আবু মুসার নেতেৃত্বে আব্দুল হাইকে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকার কোয়ারি সংলগ্ন সড়ক হতে আটক করেন একদল
পুুিলশ ।,

এরপর তার দুই পায়ের গোড়ালী তল্লাশী করে বিশেষ কায়দায় প্লাষ্টিকদিয়ে আটকে রাখা ভারতীয় ৪ লাখ রুপি (মুদ্রা) ও একটি ভারতীয় প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করেন পুলিশ । শুক্রবার বিকেলে থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আব্দুল হাই জানিয়েছে,ভারতীয় বিপুল অংকের রুপি গুলো সে বড়ছড়া শুল্ক ষ্টেশন হতে অপর এক হুন্ডি ব্যবসায়ীর নিকট হতে বাংলাদেশী টাকার বিনিময়ে ক্রয়
করে।

এরপর অতিরিক্ত মুনাফা নিয়ে শুক্রবার একই উপজেলার বাগলী শুল্ক ষ্টেশনে অপর এক হুন্ডি ব্যবসায়ীর নিকট ভারতীয় রুপিগুলো ফের বিক্রয়ের জন হস্তান্তর করতে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *