সুনামগঞ্জ প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করে দিরাই উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১১টায় দিরাই ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যারী বের হয়ে দিরাই বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা পয়েন্টে পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা ছাত্রদল নেতা আবু হাসান চৌধুরী সাজু’র সভাপতিত্বে ও ছাত্রদল নেতা নাঈম ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা যুবদল আহবায়ক হুমায়ুন কবির তালুকদার,পৌর যুবদল আহবায়ক লিপন হাসান চৌধুরী,জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন মিলাদ,উপজেলা ছাত্রদল নেতা সাব্বির আহমদ,কলেজ ছাত্রদলের আহবায়ক শহিনুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক সালমান আহমদ,যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান,কলেজ ছাত্রদল নেতা খোকন আহমদ,দেলোয়ার মিয়া,অমিত দাস,প্রনব দাস,মুরসালিন প্রমুখ।
পথসভা চলাকালে পুলিশের বাধার মুখে সভার সমাপ্তি ঘোষনা করা হয়। পরে দিরাই ডিগ্রী কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দিরাই উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।