দিরাই প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইমরান আহমেদ(মিপা)কে চায় দিরাইয়ের জনসাধারন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিরাই উপজেলার সাধারণ মানুষের আস্থার প্রতিক সিলেট মহনগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইমরান আহমেদ(মিপা)কে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায়
দিরাইয়ের জনসাধারন।দিরাই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা
বলে জানাগেছে ক্লীন ইমেজের
জনবান্ধব, জগদল ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের
সন্তান ইমরান আহমেদ(মিপা) দীর্ঘদিন ধরে
আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত থেকে এই উপজেলার মানুষের জন্য কাজ
করে যাচ্ছেন। সাধারণ মানুষ মনে করছেন, এতদিন তারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারা সাধারণ মানুষের আশা আকাঙ্খার প্রতিফল ঘটাতে ব্যর্থ হয়েছেন। তাই তারা এবার নতুন প্রতিক ইমরান আহমেদ(মিপা)কে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন।জনগণ ভিন্ন ধারার একজন মানুষকে কেন জনপ্রতিনিধি হিসাবে
দেখতে চাচ্ছেন এমন অনুসন্ধানে জানা যায়, দিরাই উপজেলা বিভিন্ন দিক দিয়ে উন্নয়নে পিছিয়ে আছে।দিরাইয়ের যোগাযোগ ব্যবস্থা, প্রকৃতি সম্পদ রক্ষায় নেই কোন উদ্যোগ, ব্যবসা-বাণিজ্য প্রসারে রয়েছে ঘাড়তি। এসব সমস্যা সমাধানে তাদের চায় একজন প্রতিশ্রুতিশীল একজন প্রতিনিধি। যে প্রতিনিধি সবসময় জনগণের কথা চিন্তা করবে।
যে কোন সমস্যায় এলাকার মানুষের পাশে দাড়াবে এবং সমস্যার সমাধান করবেন। তেমনই একজন মানুষ ইমরান আহমেদ(মিপা)। তার সবগুনের
মধ্যে বড় গুন হচ্ছে দ্রুত একজন মানুষকে আপন করে নেওয়া। এই কারণেই দিরাই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রথম পছন্দ ইমরান আহমেদ মিপা।