নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর সোনাগাজীতে অসহায় ও দুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে কম্বল বিতরন করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আবুল বাশার।
মঙ্গলবার সকালে চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণের উদ্বোধন করেন অাবুল বাশার।
এছাড়া সকাল সাড়ে ১১টায় সদর ইউনিয়ন, বিকালে অামিরাবাদ ইউনিয়ন, মতিগঞ্জ ইউনিয়ন ও নবাবপুর ইউনিয়নে বিতরন করা হয়।
কম্বল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আরেফিন, সোনাগাজী উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যানগণ, ইউনিয়ন অা’লীগের সভাপতি, সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
আগামীকাল বুধবার চর মজলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি ও চর দরবেশ ইউনিয়নে বিতরণ করা হবে।