সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ বাসস্ট্যান্ড সংলগ্ন স্টীল দোকানের ভাড়াটিয়া নুরুল করিম শিল্পীর বহুমুখী নির্যাতনে দিশেহারা ভুমি ও দোকান মালিক ভোলামিয়া। শিল্পী পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের মৃত ফরিদুর রহমান ভুঞার ছেলে। তবে সে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকার স্থায়ী বাসিন্দা।
ভোলা মিয়া জানায়, বাড়ীর দরজায় টিন শেড দোকান ঘরের একটি কক্ষ ২০০০সালে মাসিক ২হাজার টাকা হারে ২ বছরের জন্য ভাড়া নেয় শিল্পী। চুক্তিপত্র অনুযায়ী ২ বছর পর নবায়ন করার কথা থাকলেও গড়িমসি করতে থাকে। ওই মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের কথা বলে জোরপুর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভুয়া বায়না পত্র সৃজন করে। তখন থেকে সে নিজেকে ভুমি ও দোকান মালিক দাবী করে অাসছে। শিল্পি তৎকালে বিএনপির স্বক্রিয় নেতা হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে বার বার ভোলামিয়ার ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে অাসছিল। ওইসব মিথ্যা মামলা গুলো অাদালতে নিষ্পত্তি হয়। প্রতিটি মামলায় শিল্পী পরাজিত হয়। অাদালতে পরাজিত হয়ে ভোলামিয়াকে স্বপরিবারে হত্যার হুমকি দেয়। অব্যহত নির্যাতন সহ্য করতে না পেরে জীবন বাঁচাতে ২০০৫ সালে সে বিদেশ সফরে যান। ভোলামিয়া অারো জানান, চুক্তিপত্র অনুযায়ী ঘরভাড়া বাবত শিল্পীর কাছে ৪লক্ষ ৩২ হাজার টাকা পাবেন তিনি। ভাড়ার টাকা চাইলে অাবারো হামলা মামলার হুমকি দেয়। সে ফেনী শহীদ মিনার ভাংচুর, নাশকতা ও কয়েকটি প্রতারনা মামলার অাসামী এবং চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় অাতংকে অাছেন ভোলামিয়ার পরিবার।