চর ছান্দিয়ার মিলন চেয়ারম্যানের বিরুদ্ধে মাছ চুরির মামলা

 

ফেনী প্রতিনিধি:-সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের সরকার দল সমর্থক চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের বিরুদ্ধে মাছ চুরি ও চাঁদা দাবীর অভিযোগে ফেনীর আদালতে মামলা দায়ের হয়েছে।

বুধবার ফেনীর  চীপ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক ধ্রুব জ্যেতি পালের আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক ও  ওই ইউনিয়নের ওলামাবাজার সংলগ্ন মৃত আহম্মদ করিমের ছেলে ছলিম উল্যাহ সেলিম।

বাদীর আইনজীবি জাহাঙ্গীর আলম নান্টু জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অভিযোগে বাদী উল্লেখ করেন ,চরছান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকনের কাছ থেকে ওলামাবাজার দীঘি বাদী তার ছোট ভাইয়ের নামে লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। গত ইউপি নির্বাচনে বাদী বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে  অবস্থান নেয়ায় প্রতিহিংসা পরায়ন হয়ে চেয়ারম্যান মিলন গত ২৫ মার্চ রাতে তার সহযোগীদের নিয়ে লিজকৃত পুকুর থেকে জাল পেলে দুই লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়।বিষয়টি নিয়ে বাদী গত ২৬ মার্চ সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আদালতে বাদী লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন,থানায় লিখিত অভিযোগ দায়ের করার কারনে ক্ষীপ্ত হয়ে চেয়ারম্যান মিলন বাদীর কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে অন্যাথায় দীঘিতে মাছ চাষ করতে দিবেনা বলে হুমকি দেয়।

সোনাগাজী মডেল থানা চেয়ারম্যান মিলনের দ্বারা প্রভাবিত হয়ে বাদীর অভিযোগের কোন ব্যাবস্থা না গ্রহন করায় তিনি আদালতে মামলা করেন বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *