মোঃ ছালাহ্ উদ্দিন>>
সোনাগাজীর ঐতিহ্যবাহি ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও অভিভাবক সমাবেশ সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সব দরনের কর্মসুচী হাতে নিয়েছে সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেএম কামরুল আনাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল মজিদ ভুলু মিয়া,উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সৈয়দ দীন মোহাম্মদ,
ঢাকাস্থ সোনাগাজী সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম সুমন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোশারফ মিয়া।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী বিমল চন্দ্র দাস, দক্ষিণ চরদরবেশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা আকলিমা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর।
অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আহছান উল্যাহ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সামিয়া আক্তার সেতু, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোর্শেদা আক্তার।
উল্লেখ্য, বিদায় ও বরণ অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ২০১৯ সালের ১৩১জন এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়।