খেলাঘরের প্রাণপুরুষ জিয়াউদ্দিন আহমদ চৌধুরীর স্মরণসভা

ফেনী :
খেলাঘরের প্রাণপুরুষ ফেনী কৃতি সন্তান জিয়াউদ্দিন আহমদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে খেলাঘর ফেনী জেলা কমিটির আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

খেলাঘর ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায় বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ, প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, সম্পাদক আকতার হোসেন, ফেনী বারের সাবেক সভাপতি অ্যাড. গিয়াস উদ্দিন নান্নু।

আরো বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক, জেলা কমিউনিস্ট পার্টির অ্যাড. বিমল শীল, জেলা ন্যাপের সভাপতি সাধন সরকার, জেলা বাসদের আহবায়ক কমরেড মালেক মনছুর, জেলা উদিচির সাবেক সভাপতি মাস্টার মোমিনুল হক, ফেনী সাহিত্য সভার আহবায়ক কবি শাবিহ মাহমুদ, জেলা ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন অপুর্ব পাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হুমায়ুন মজুমদার, জেলা খেলাঘরের সহ সভাপতি ত.ম সবুজ চৌধুরী, ডাঃ গোফরান মোল্লা, নাট্যাচার্য সেলিম আলদীন চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক রাজীব সারোয়ার ও রবিন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শিখাসেন গুপ্ত প্রমুখ ।

বক্তারা বলেন, জিয়াউদ্দিন আহমদ চৌধুরী আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ১৯৫৮ সালে খেলাঘর ও ছাত্র ইউনিয়নে সম্পৃক্ত হোন, ৬২’র শিক্ষা আন্দোলন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করেন।

তিনি শর্শদি গার্লস স্কুল প্রতিষ্ঠাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক -সাংস্কৃতিক সংগঠন পৃষ্ঠপোষকতা করেছিলেন। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *