বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন চর দরবেশ ইউনিয়ন দল

গাজী মোহাম্মদ হানিফ :

জাতির জনক বঙ্গবন্ধু কাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে সোনাগাজী উপজেলা পর্যায়ের ফাইনালে চরছান্দিয়া ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে হারিয়ে  চরদরবেশ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।

 

১৪ই সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে ১-১গোলে ড্র হওয়ায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়, শেষমেশ ট্রাইব্রেকারে জয় পরাজয় নিশ্চিত হয়।

 

খেলাশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ’র সভাপতিত্বে ও মাষ্টার সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন- ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন,

 

আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা ইলিয়াস চেয়ারম্যান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন প্রমূখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *