বাদল চেয়ারম্যান ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্ণামেন্টে সোনাগাজী মডেল থানা চ্যাম্পিয়ন 

 

ফেনী প্রতিনিধি :

শহীদ মীর কাসেম স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত সোনাগাজীর ডাকবাংলায় মোশাররফ হোসেন বাদল চেয়ারম্যান ব্যাডমিন্টন গোল্ডকাপ টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ফেনীর মীর সংঘ ক্লাবকে হারিয়ে সোনাগাজী মডেল থানা চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডাকবাংলা মাঠে মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলের সভাপতিত্বে ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরের  সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।

বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা পরিষদের সদস্য  মো. ফারুক হোসেন,  বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, চরচদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্টু, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মু্ন্সি, মঙ্গলকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন বাহার, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন। মাসব্যাপী এ খেলায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ৩৩টি জুটি  অংশ গ্রহন করে। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা  হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *