ফেনী প্রতিনিধি :
নিখোঁজের ১২ ঘন্টা পর শহরের পাঠানবাড়ির পেছনের মাঠ থেকে শিশু আরাফাতের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ ।
সকালে খবর পেয়ে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ঘটনাস্থলে ছুটে যান । লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত: রবিবার রাত ৯ টার দিকে শহরের পাঠানবাড়ি রোডের মমিন জাহান মসজিদ সংলগ্ন বাসার সামনে থেকে প্রবাসি জসিম উদ্দিনের ছেলে আরাফাত নিখোঁজ হয় । সে শহরের পুলিশ লাইন্স স্কুলের ৭ম শ্রেনির ছাত্র ছিল । একমাত্র ছেলেকে হারিয়ে আরাফাতের মা ও স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে ।