নিজস্ব প্রতিবেদকঃ জটিল সমিকরন ফেনী – ৩ ( সোনাগাজী -দাগনভুঞা) আসনে। এবার মাসুদ চৌধুরী মহাজোটের প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছে তাঁর বিশ্বস্ত সুত্র। সুত্র জানায়, তিনি বুধবার বিকেলে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন। এর আগে রবিবার তিনি আ. লীগের মনোনয়ন সংগ্রহ করে জমা দেন।
সুত্র আরও জানায়, মহাজোট নেতাদের পরামর্শে তিনি এ সিদ্ধান্ত নেন।
#বাংলারদর্পন।