ফেনী প্রতিনিধি :
সোনাগাজীতে পুর্ব শত্রুতার জেরে সোমবার সন্ধায় মো. রিফাত হোসেন (৮) নামে এক শিশু খুন হয়। এ ঘটনায় ওমর আলী হায়দার (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের মমিনুল হকের ছেলে ওমর আলী হায়দার বিলে পাখি শিকার করার সময় বাকবিতন্ডার এক পর্যায়ে রিকশা চালক রিপন হোসেনের ছেলে রিফাত হোসেনকে গলা টিপে ধরলে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়। নিহতের পরিবারের দাবি পুর্ব শত্রুতার জেরে রিপনকে খুন করা হয়েছে। হায়দারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তাকে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রেখেছে বলে স্বীকারোক্তি দেয়। তার দেয়া তথ্য মতে খবর পেয়ে এলাকাবাসী ও সোনাগাজী মডেল থানার পুলিশ সোমবার রাত ১০টার দিকে শিশু রিফাতের লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকালে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, নিহত শিশুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওমর আলী হায়দার হত্যার ঘটনা স্বীকার করেছে। এ ব্যপারে নিহত শিশুর চাচা মো. আনোয়ার হোসেন বাদি হয়ে ওমর আলী হায়দার কে আসামি করে মঙ্গলবার সকালে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।