বেগম জিয়ার গাড়ী বহরে হামলা : কাজী গ্রেফতার

ফেনী :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ও ভাংচুরের মামলায় মোহাম্মদ ইউছুফ (৪৭) নামে এক নিকাহ রেজিষ্টার (কাজী) কে গ্রেফতার করেছে পুলিশ। ৪ এপ্রিল, শুক্রবার দুপুরে তাজমহল কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

সে ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের আবুল কালামের ছেলে ও লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এছাড়া, তার বিরুদ্ধে শর্শদি ইউনিয়ন ছাত্রদল নেতা শিবলুকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বোগদাদিয়া তাজমহল কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ২০১৬ সালে ছনুয়া ইউনিয়নের কাজী আবদুর রবের মৃ’ত্যুর পর স্থানীয় চেয়ারম্যান করিমুল হকের সহযোগীতায় বিধি বহির্ভূতভাবে কাজী হিসেবে নিয়োগ পায় মোহাম্মদ ইউছুফ।

লেমুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলি জানান, শিক্ষক নিয়োগের সময় ইউছুফের কাগজপত্রে স্থায়ী ঠিকানা ছিল শর্শদি ইউনিয়ন। পরে কাজী পদ ভাগিয়ে নেয়ার জন্য তিনি ঠিকানা পরিবর্তণ করেন।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ২০২৩ সালের ১৩মে ফেনী সদরের শর্শদি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলুকে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে ২০২৪ সালের ৩ অক্টোবর মামলা দায়ের করেন। সে ওই মামলায় এজাহারনামীয় আসামি। উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় হামলার ঘটনা ঘটে। ৭ বছর পর ২০২৪ সালের ১১ অক্টোবর ছাগলনাইয়া থানায় মামলা করেন যুবদল নেতা সুলতান মো. সিকান্দার। উক্ত মামলায় এজাহারনামীয় আসামি ধৃত ইউছুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *