ফেনী :
ফেনী সদরের লস্করহাট বাজারে শিহাব স্টোর ও হোসেন স্টোরে পবিত্র ঈদের আগেরদিন মোটা অংকের চাঁদা দাবি স্থানীয় চাঁদাবাজ মহিউদ্দিন মাইক মতিন ও তার সহযোগীরা।
মতিন উপজেলার মৌটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে ও জেলা যুবদলের সাবেক সদস্য।

দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ২৯ মার্চ রাত ৮ টার দিকে ওই দুই দোকানদার ও ও আবদুল্লাহ আল রানা নামে এক যুবককে মারধর ও দোকান ভাংচুর করে মাইক মতিন (৪৪) ও তার সহযোগী নুরুল হক (৪৫), বাদল (৪৪), শাহীন (৩২), ইকবাল, রাজু (২৫), বাদশা (২০), শাহাদাত(২৮), তারেক (২২), হাসান(২৫), ইলিয়াছ (২৬), শরিফ (২৪), আরিফ (২৪), শুভ (২০), হাছান (২২), ইউছুফ (২৬), হৃদয় (২৩), চাকমা নাহিদ (২৩) এবং আজাদ (২৩)।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগষ্টের পর বিএনপি -যুবদলের নাম ভাঙ্গিয়ে যানবাহন থেকে চাঁদা আদায় ফসলি জমির মাটি কাটা, মাদক ব্যবসাসহ সকল অপকর্মের হোতা এই মতিন। তাকে চাঁদা দিতে ব্যর্থ হলে প্রাণনাশের হুমকি, মারধর , ভাংচুর ও তান্ডব করে থাকে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন , বিএনপির জেলার এক প্রভাবশালী নেতার আশ্রয় -প্রশ্রয়ে সে অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা ও গরু চুরিসহ সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। থানায় তার অপকর্মের বিরুদ্ধে অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
পলাতক হওয়ায় প্রধান আসামি মহিউদ্দিন মতিনের বক্তব্য পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, দোকানে চাঁদাদাবি ও ভাং’চুরের ঘটনায় আবদুল্লাহ আল মোমেন রানা বাদি হয়ে মতিন এবং তার ২০ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিগণ পলাতক হওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি।