আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দশ হাজার ৫ শ টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মোগড়া গ্রামের উবায়দুল হক ভুট্টু মিয়া (৩৮) ও তার স্ত্রী জাহানারা বেগম কমলা (৩৭)। সোমবার দুপুরে মামলাসহ তাদের আদালতে সপোর্দ করা হয়েছে। এর আগে রোববার ভোররাতে মোগড়া বাজার এলাকা থেকে জাল টাকার নোটসহ পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল মোগড়া দক্ষিণ বাজার এলাকার রঙ্গু মিয়া মিস্ত্রির বাড়িতে অভিযান চালায়। এসময় তার একটি দুচালা টিনের ঘর থেকে একই সিরিয়ালের এক শ টাকার ১০৫টি জাল নোটসহ উবায়দুল হক ভুট্টু মিয়া ও তার স্ত্রী জাহানারা বেগম কমলাকে আটক করা হয় । পুলিশ আরো জানায়, আটক ভুট্টুর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ চারটি মামলা রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, আটককৃতরা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সপোর্দ করা হয়েছে।