ফেনীর বালিগাঁওয়ে স্বামী-সন্তানসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এক নারীর সংবাদ সম্মেলন

ফেনী’ প্রতিনিধি:
ফেনীতে স্বামী-সন্তানসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রোকেয়া বেগম(৫২)নামে এক নারী।বুধবার(২৬ আগস্ট)ফেনী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট এ দাবী জানান।

তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী । এসময় রোকেয়া বেগম অভিযোগ করেন, গত বৃহস্পতিবার(২০ আগস্ট)রাত ৯টা ১৫ মিনিটের দিকে ২০/২৫ জন অজ্ঞাত সন্ত্রাসী ধামা,কিরিছ, চুরি রড,লাঠি আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে তার বসত বাড়ীতে হামলা করে।

এক পর্যায়ে তারা আমার দুই ছেলে যুবলীগ কর্মী মিষ্টার ও মিশুকের খোঁজ জানতে চায় এবং তাদের হাত-পা কেটে ফেলে দেবে বলে গালমন্দ করতে করতে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে।

ওই সময় আমর স্বামী-সন্তরা ঘরে না থাকায় আমি ও আমার মেয়েকে মারধর করে স্বার্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে চলে যায়।যাওয়ার সময় মিষ্টার মিশুককে পেলে হত্যার হুমকী দিয়ে বাড়ীর দরজায় ৫/৬টি বোমা নিক্ষেপ ও গুলি বর্ষন করে।

এঘটনার পর ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ধারণ করেন।

এর পর থেকে আমার দুই সন্তান ও অসুস্থ্য স্বামী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। মেয়েকে নিয়ে আমি একা ও অসহায় অবস্থায় গত শনিবার (২২ আগস্ট) ফেনী মডেল থানায় গিয়ে আইনগত সহযোগীতা চেয়ে আমার স্বাক্ষরিত এজহারসহ ডিউটি অফিসারের নিকট একখানা অভিযোগপত্র জমা প্রদান করি। তিনি আমার অভিযোগের কপি নিয়ে ওসি সাহেবের কক্ষে গিয়ে কিছুক্ষণ পর ফিরে অভিযোগখানা ফেরত দিয়ে আমাকে বসতে বলেন।

আমি বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করে কোন প্রকার সহযোগীতা না পেয়ে অত্যন্ত আহত হই এবং বাড়ী ফিরে যাই। পরবর্তীতে কিছু লোক বাড়ীতে গিয়েও মামলা না করার জন্য আমাকে হুমকি প্রদান করে।

এমতাবস্থায় বাধ্য হয়ে মঙ্গলবার(২৫ আগস্ট)পুলিশ সুপার বরাবর বিষয়টি লিখিত ভাবে অবহিত করে জীবনের নিরাপত্তা চেয়ে আজ আপনাদের সামনে হাজির হই। সংবাদ সম্মেলনে রোকেয়া বেগম ফেনীর পুলিশ সুপার বরাবর একটি অভিযোগপত্র ও ফেনী মডেল থানার অফিসার ইনচর্জ বরাবার নিজের স্বাক্ষরিত একটি এজহারের কপি সরবরাহ করলে কোনটিতেই রিসিভিং ছিলোনা।

এজাহার সুত্রে জানাযায়, যুবলীগ কর্মী মিশুক ও তার ভাইকে হুমকি দেয়ার ঘটনায় সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক- শুসেন শীল, জেলা ছাত্রলীগ সহ সভাপতি জিয়া উদ্দিন বাবলু ও সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুস শুক্কুর মানিকের নাম উল্লেখ করে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *