ফটিকড়িতে যাত্রা শুরু করলো “আলোকিত ফটিকছড়ি”

ফটিকছড়ি প্রতিনিধি :

 

 

 

ফটিকছড়ি উপজেলায় মানবসেবা মূলক কাজ করার লক্ষে ফটিকছড়ির তরুণদের নিয়ে আজ (২০ জুলাই) শুক্রবার বিকাল ৩ টায় ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে “আলোকিত ফটিকছড়ি”  নামে সংগঠনের  যাত্রা শুরু হয় ।

 

 

 

এতে তরুণ সংগঠক ও উদ্দ্যোক্তা মোঃ ঈসা রিফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ.এম.সাইফুদ্দীন,মোঃ তাসলিম উদ্দীন,মোঃ মোজাম্মেল,মোঃ তাসনিম, মোঃ আরাফাত, মোঃ সাহেদ,মোঃ রাশেল লোকমান, মোঃ জামাল, মোঃ ফারদীনুল,মোঃ সাইফুদ্দীন,মোঃ সাকিব, মোঃ সাঈদ,মোঃ রিদুয়ান,মোঃ ইসফার,মোঃ আরমান,আরাফাত,মোঃ তানভির,মোঃ নাঈম,তোসিফ,মোঃ তারেক,জুয়েল,মুসা,মুন্না,রিপন প্রমূখ।

 

“আলোকিত ফটিকছড়ি” সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো,

 

১.সামাজিকমূলক কাজ। ২.স্কুলের গবীর মেধাবী ছাত্র/ছাত্রীদের সুযোগ করে দেওয়া। ৩.ক্যান্সারে আক্রান্ত রোগীর সেবা ।৪.পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী,৫. সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের জন্য সহযোগিতা। ৬.মেধাবৃত্তি চালু করা,৭.বন্যায় কবলিত মানুষের জন্য সহযোগিতা করা। ৮.এতিমদের সহযোগিতা ও খানার ব্যবস্থা করা,৯.মাদকও ইয়াবা ব্যবসায়ীদের প্রতিরোধমূলক কর্মসূচী দেয়া। ১০.বাল্য বিবাহ ও যৌতুক বিরুধী কর্মসূচী এবং বিভিন্ন সেবামূলক কাজ করা লক্ষ্যে এই যাত্রা শুরু।

 

উল্ল্যেখ্য সংগঠনের নেতৃবৃন্দ অভিষেক অনুষ্ঠানে সুদৃঢ় পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *