ছুটির দিনে কেমন হলো ৩ সিটির প্রার্থীদের প্রচারণা |বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

ছুটির দিন হওয়ার কারণে তিন সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। ছুটির দিনের সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত তিন সিটির মেয়র ও কাউন্সিল প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা। ভোটার দিচ্ছেন উন্নত ও আধুনিক নগরী গড়ার নানা প্রতিশ্রুতি। কোনো কোনো প্রার্থী আবার নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগও করেছেন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল ১১টায় চেম্বার-ভবনে মেয়র প্রার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মেয়র প্রার্থীরা বৈঠকে নগরীর উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহীতে ভোটের পরিবেশ স্বাভাবিক হয়নি এখনো। গতকালও বিএনপির পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের মারধর করেছে আবার তারাই মামলা দিয়ে হয়রানি করছে বলেও জানান বিএনপি প্রার্থী।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। শান্তিপূর্ণ পরিবেশেই রাজশাহীতে ভোট হবে বলেই তিনি তার মত প্রকাশ করেন।

বৈঠকের আগে নগরীর নগরীর ৩০নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। আওয়ামী লীগের মেয়র প্রার্থী খাইরুজ্জামান লিটন জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মাঝে প্রচারণা ও গণসংযোগ করেন।

বরিশাল নগরীর কালীবাড়ি এলাকায় আজ সকালে ভোটের প্রচারণা ও গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় আওয়ামী লীগ প্রার্থী ভোটারদের কাছে উন্নত নগরী গড়ার অঙ্গীকার প্রদান করেন। নির্বাচনী পরিবেশ নিয়ে তার কোনো আপত্তি নাই বলে তিনি জানান।

আর শুক্রবার সকালে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার। প্রচারণাকালে বিএনপি প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। সেই সাথে তিনি সিটি নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান।

এছাড়াও আজ শুক্রবার সিলেট নগরীর দরগাহ গেট এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়রপ্রার্থী।

প্রচারণাকালে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার কথা বলেন।

বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী তার দলীয় নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ করে বলেন, বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করে হয়রানি করা হচ্ছে, নির্বাচনী কাজে বাধা দেয়া হচ্ছে।

৩০ জুলাই আসন্ন তিন সিটি নির্বাচনে একযোগে ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে। সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও অন্যান্য দল অংশগ্রহণ করেছেন। তবে মুল প্রতিদ্বন্ধীতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর মধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *