সোনাগাজী প্রতিনিধি >> বাংলাদেশ অাওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃনমূল বিএনপি।
১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাজমুল হুদা। তিনি বলেন,আগামি নির্বাচনে জোটগতভাবে ১৪দলের সাথে নির্বাচন করবে তৃনমুল বিএনপি। বিএনপি অধ্যুষিত আসন গুলোতে প্রার্থী দিতে পারে তৃনমূল বিএনপি।
জানাযায়, ফেনী -৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসন ১৯৯১ এর নির্বাচন থেকে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। গত নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করায় স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ বিজয়ী হয়েছেন। এর আগে ৪ টি নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বর্তমানে সরকার দলীয় নেতা কর্তৃক বিএনপিকে পৃষ্টপোষকতা ও আ’লীগ বহু গ্রুপ -উপগ্রুপে বিভক্ত হওয়ায় এ অাসনে বিএনপি আরও শক্তিশালী হয়েছে।
সে বিবেচনায় এ অাসনে প্রার্থী দিতে পারে তৃনমুল বিএনপি। যোগ্য প্রার্থী দিতে পারলে জিততেও পারে তৃনমুল বিএনপি। আর ১৪দলের সমর্থীত প্রার্থী হলে অবশ্যই বিজয় নিশ্চিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এ আসনে তৃনমুল বিএনপি অথবা ১৪ দলীয় জোট প্রার্থী কে হচ্ছেন তা জানা যায়নি।
১৪ দলের প্রতিক হবে নৌকা।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানান, বিএনপির প্রতিক ধানের শীষ।এর বাহিরে অন্য কোন প্রতিকে বিএনপি সমর্থকরা ভোট দিবেনা।
উপজেলা অা’লীগের সহ সভাপতি এমএ মজিদ ভুলুমিয়া জানান, ১৪ দলীয় জোট গত দুটি নির্বাচন জোটগতভাবে করেছে । সুফলও পেয়েছে। আগামি নির্বাচনও জোটগতভাবে হতে পারে। সেক্ষেত্রে জোটের প্রার্থীর পক্ষেই কাজ করবে অাওয়ামীলীগ।
#সৈয়দ মনির অাহমদ, বাংলারদর্পন ।