ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

সোমবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মাইক্রোবাসটি লক্ষ্মীপুর থেকে বিদেশ ফেরত স্বজনকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে ইউটার্ন নেয়ার সময় গরুবোঝাই একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ শিশু, ৩ নারীসহ ৬ জন নিহত হন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *