ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক খুরশিদ অালম এর ছোট ভাই যুবলীগ কর্মী বেলাল হোসেন (৩১)কে ফেনীর একাডেমি এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলালের স্ত্রী আনোয়ারা ও ভাগিনা কামাল জানান, ফেনীর পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার সকালে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করেছে। তার সাথে থানায় দেখাও হয়েছে, খাবারও দেয়া হয়েছে ।
তবে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, বেলাল নামে কাউকে অাটক করা হয়নি।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, বেলাল নামে কাউকে আটক করা হয়নি, এবং সদর থানাও এ নামে কাউকে হস্তান্তর করেনি।
বেলাল সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের মুক্তিযোদ্বা মোহাম্মদ ইস্রাফিল এর ছেলে।
জানা যায়, সোনাগাজী থানায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী সহ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
#বাংলারদর্পন।