‘ঐক্যবদ্ধ আওয়ামীলীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই’

নিউজ ডেস্ক :

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তি বাংলাদেশে নেই। ঐক্যবদ্ধ থাকলে আমরা যেকোনো নির্বাচনে জয়ী হবো।’

আজ ৩০জুন শনিবার দুপুরে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে তাঁর বক্তব্যে বলেন, ‘নেত্রী বলেছেন, কোনো অসুস্থ প্রতিযোগিতা হবে না। যারা নিজেরাই নিজেদের বিষোদগার করবেন তারা মনোনয়ন পাবেন না। ছয় মাস পর পর এসিআর জমা হচ্ছে জনমতের। তৃণমলের সমর্থনে যারা এগিয়ে, তারাই পাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন।’

এসময় তিনি আরও বলেন, ‘যত প্রভাবশালীই হন না কেন, আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। কারণ ঐক্যের ফসল আমাদের ঘরে তুলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *