গাজী মোঃ হানিফ:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা ৭ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির ,নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান কখম ইছহাক খোকন, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, পৌর যুবলীগ সভাপতি নাছির উদ্দিন অপু, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিক, যুবলীগ নেতা বিদ্যুৎ মহাজন, ছাত্রলীগ নেতা ইফতেখার খন্দকার প্রমুখ।
সভায় সোনাগাজী উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় যুবলীগ নেতৃবৃন্দ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের উন্নয়ন প্রচার করে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
আগামী ১১ নভেম্বর ফেনীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে সার্বিক প্রস্তুতিমূলক আলোচনা করেন নেতৃবৃন্দ ।