আনন্দ সোম :
গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সঞ্চলনায় শহীদ বুদ্ধুজীবি দিবস পালন করা হয়। সকালে গুইমারা মডেল হাই স্কুলের শহীদ মিনারের পূর্ষ্পমাল্য অরপোনের মাধ্যমে দিয়ে দিনের শুরু করা হয়।এর পরে গুইমারা উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে গুইমারা কলেজ প্রঙ্গণ থেকে র্যালি বের করা হয় র্য্যালি টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা ভারপ্রাপ্ত কর্মর্কতা পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে উপজেলা প্রঙ্গনে শহীদ বুদ্ধুদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবিদের সরণে এক মিনিট নিরবতা পালন ও পবিএ ধর্ম গ্রন্থ পাঠের মাধ্যমে শুরু করা হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন গুইমারা মাদ্রাসার সুপার, ২ নং হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথৌয়াই চৌধুরী গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শাহাদাত হোসেন টিপু গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা এবং উক্ত আলোচনা সভায় সমাপ্তি বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া তিনি তার বক্তবে বলেন সে দিনে যে ভাবে জাতীকে মেধা শূণ্য করা হয় বাংঙ্গালীরা জাতে মাথা তুলে বিশ্বদরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে নানা অপ চেষ্টা চালাই পাক হানাদার বাহিনী। সকল বাঁধাকে ভেঙ্গে বাঙ্গালীরা আজ সন্মানের স্থান অর্জন করেন।।