কোম্পানীগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধার নামে পলক উম্মোচন | বাংলারদর্পণ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭১’র রণাঙ্গনের শহীদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ’র নাম পলক উম্মোচন করা হয়েছে।

শহীদ মুক্তিযোদ্ধার নামে পলকটি উম্মোচন করেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। পরে ওই পলকে সকল শহীদদের স্মরণে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শনিবার (২৫জুলাই) দুপুর ১২টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিয়াউল হক জিয়া চেয়ারম্যান বাড়ীর দরজায় দৃষ্টিনন্দন এ পলকটি নির্মাণ করা হয়।

পলক উম্মোচন শেষে মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, এ পলক দেখে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে।

চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া’র সভাপতিত্বে পলক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছের, মুক্তিযোদ্ধা নুর নবী চৌধুরী প্রমুখ।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *