এই লজ্জা কার ?
গোলাম ফারুক ( মুক্তিযোদ্ধা শহীদ আফছারের ছোট ভাই)
নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল আফছারের কি কোন অবদান ছিলনা ?
ভারত থেকে প্রশিক্ষন শেষে এফএফ ফোর্সের কমান্ডার এর দায়ীত্ব পালন কি দোষের ছিল?
মাতৃভুমি স্বাধীন করতে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করা কি দোষের ছিল ?
প্রকাশ্যে থানার ভেতরে মুক্তিযোদ্ধা কমান্ডার অাফছারকে হত্যা করার সময় কি স্বাধীনতার স্বপক্ষের কোন মুক্তিযোদ্ধা ছিলেন না ?
দেশের স্বাধীনতা যুদ্ধে কমান্ডারের দায়ীত্ব পালনকারী বীর মুক্তিযোদ্ধা কেন স্বাধীন দেশে খুন হলেন ?
স্বাধীনতা যুদ্ধ চলাকালে বিপদগামীদের চুরি, ডাকাতি ও চিনতাইয়ে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছারকে হত্যা হয়েছে। এর পর থেকে ওই ধারায় বর্তমানে সোনাগাজীতে অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে চুরি ডাকাতি, চিনতাই ও রাহাজানির ঘটনা ঘটছে
স্বাধীনতার ৪৫ বছরেও নুরুল আফছার হত্যার বিচার হয়নি কেন ?
৪৫ বছরেও নুরুল আফছার ও তার পরিবার নুন্যতম স্বীকৃতি পাইনি কেন ?
শেখ হাসিনা সরকারের শাসনামলে সারাদেশ যখন কলঙ্কমুক্ত হচ্ছে , সোনাগাজী কেন বাকী থাকছে ?
৪৫ বছর ধরে অঝোরে কাধছে শহীদ আফছারের পরিবার , এই লজ্জা কার ?