ফেনী প্রতিনিধি :
১/১১ তত্ত্বাবধায়ক সরকার এর সময় আলোচিত লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চান বলে জানিয়েছেন।
গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন , জনগণ চাইলে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন। একজন দেশ প্রেমিক সেনা কর্মকর্তা হিসেবে নিজের পেশাগত দায়ীত্ব পালন করেছেন বলে দাবি করেছেন তিনি।
ইতিমধ্যে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারন মানুষও তার সাথে সৌজন্য সাক্ষাত করছেন । বিগত সময়ে ফেনী জেলা তথা সোনাগাজী উপজেলায় তিনি রাস্তা-ঘাট অবকাঠামো সহ ব্যাপক উন্নয়নের কারণে এলাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এদিকে তার নির্বাচনে প্রার্থীতা নিয়ে প্রকাশ্যে ঘোষণা না আসায় রাজনৈতিক অঙ্গনে এখন পর্যন্ত ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আ’লীগ নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আ’লীগের অনেক নেতাকর্মী মনে করছেন তাকে দলীয় মনোনয়ন দিলে আ’লীগ এ আসনে তাদের হারানো ঐতিহ্য উদ্ধার করতে পারবে।
যে কোন দল থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারলে বা তার সমর্থিত দল সরকার গঠন করলে যোগ্যতার দিক থেকে তিনি মন্ত্রীত্ব পেতে পারেন বলে মনে করেন সচেতন মহল।
সম্প্রতি তিনি ঢাকাস্থ সোনাগাজী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। সমিতির অভিষেক অনুষ্ঠান, অালোচনা সভা, বৃত্তি প্রদান অনুৃষ্ঠান, বিনামুল্যে চিকিৎসা সেবা, ইফতার মাহফিল, ও ঈদ পুনর্মিলনি সভা অায়োজন করেছেন। ওই সব সভায় বিশিষ্ট জনদের উপস্থিতি এবং সার্বিক কার্যক্রম দেখে তাঁর সাংগঠনিক দক্ষতার প্রমান দেখা গেছে।
তিনি অারও জানান, কোন চাওয়া পাওয়ার হিসেব নেই, জনসেবার উদ্দেশ্যেই তিনি প্রার্থী হতে চান। উপযুক্ত পদে থাকলে দেশ ও দেশের মানুষের কল্যাণ করা যায়, সে অবস্থানে থাকতে চান তিনি। জনগণ চাইলে তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। বড় দলের সমর্থনও আশা করেন তিনি। সোনাগাজীর তথা ফেনী জেলার সামগ্রীক উন্নয়নে ভূমিকাও রাখতে চান। দেশের মানুষের সেবা করতে হলে তথা ফেনীবাসীর জন্য কিছু করতে হলে তাকে রাজনৈতিক প্লাটফরমে এসে দাঁড়াতে হবে এবং নির্বাচন করতে হবে।
মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ এর অন্তর্ভূক্ত সোনাগাজী -দাগনভুঞা বাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
#সৈয়দ মনির আহমদ, বাংলারদর্পন।