
দাগনভুঞা প্রতিনিধি :
মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত অবিলুপ্তির পথে ধাবমান। এ পরিস্থিতিতে মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশ্বাসে শহর কেন্দ্রীক গড়ে ওঠেছে ফেনীতে অনেকগুলো বেসরকারী কলেজ। যার অধিকাংশই মান সম্পন্ন শিক্ষার চেয়ে বাণিজ্যিক দিকটাই গুরুত্ব প্রদান করে। সত্যিই কথা হচ্ছে টাকা দিয়ে তো মেধা তৈরী করা যায় না। এর জন্য অভিনিভেশ প্রয়োজন। এ কঠিন সময়ে এসে একজন উদ্যামী, কর্মঠ, সাহসী ব্যক্তি, সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ বর্তমানে ফেনী জজকোর্ট এর প্রথিতযশা আইনজীবি এম শাহজাহান সাজু তাঁর নিজ এলাকা, প্রত্যন্ত অঞ্চলকে আলোকিত করে গড়ার স্বপ্ন নিয়ে আজ থেকে চার বছর আগে প্রতিষ্ঠা করেন ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে দরবেশেরহাট পাবলিক কলেজ।
শনিবার ২১ জানুয়ারি ২০১৭ নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও নবীনবরণ অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ জাভেদ হোসাইন। কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি এডভোকেট এম. শাহজাহান সাজুর সভাপতিত্বে কামাল হোসেনের পরিচালনায় কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনির স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, এন. এস. আর. এম গ্রুপের চেয়ারম্যান ইউসুফ মিয়া সবুজ, বাংলার দর্পন ডটকম এর নির্বাহি সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার সফিকুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, দৈনিক যুগান্তর দাগনভূঞা প্রতিনিধি আবু তাহের, দেশ টিভি ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা । অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কলেজের শুরু থেকে এ পযর্ন্ত অধিকাংশ কার্যক্রমে আমিও উপস্থিত ছিলাম। নতুন প্রতিষ্ঠিত এ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা ও পাঠদান সত্যিই প্রশংসনীয়। তাদের আন্তরিক প্রচেষ্টায় ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এ কলেজটি জেলার কলেজগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রতি বছর। কলেজের অগ্রগতিসহ বিভিন্ন্ বিষয়ে নিয়মিত মনিটরিং করেন প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি এডভোকেট এম. শাহজাহান সাজু। ফলে নানা প্রতিকূলতার মাঝেও কলেজটি এগিয়ে যাচ্ছে স্বগৌরবে। আমি আশা করি এ কলেজের মাধ্যমে আমাদের শিক্ষার দৈন্যদশা ঘুচানোর প্রয়াস যেমনিভাবে এগিয়ে যাবে, তেমনি এ শিক্ষা প্রতিষ্ঠানটিও মানসম্পন্ন হয়ে উঠবে। সবার জন্য শুভ কামনা রইল।