মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের দক্ষিণ
মোবারকঘোনা গ্রামের আবুল কাশেমের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির দুলাল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আবুল কাশেমের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে আবুল কাশেমের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আবুল কাশেমের ভাই রাসেল উদ্দিন, রবিউল হোসেন, তারেক হোসেন ও ছুট্টু মিয়ার ঘরও পুড়ে যায়। বসতঘরে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকাসহ মোট ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা যাওয়ার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অগ্নিকান্ডে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, আগুনে আবুল কাশেমের পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওখানে তার আরো ৪ ভাই পৃথক পৃথকভাবে থাকতো।