ফেনী প্রতিনিধি :
প্রবাসি অধ্যুষিত ফেনীর সোনাগাজী উপজেলায় গত ১৫দিনে বিদেশফেরত ৬৫৯ জন । কিন্তু হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ৬৪ জন। এতে স্থানীয় জনগনের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, বিশ্বের ১৯৫টি দেশ মরণঘাতি ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছে । অধিক আক্রান্ত দেশ গুলোর মধ্যে ইতালী, চীন , যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র অন্যতম। এসব দেশ থেকে নিয়মিত ফ্লাইটে বাংলাদেশে এসেছেন অনেক প্রবাসী। এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী গত ১৫দিনে উপজেলার ৬৫৯ প্রবাসী বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন । সরকার তাদেরকে ১৪দিনের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। অনেকেই মানছেন না সেই নির্দেশনা ।
মুক্তিযোদ্ধার সন্তান এহতেশামুল হক বিপ্লব বাংলারদর্পনকে বলেন, কোভিড-১৯এ আক্রান্ত হয়ে নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা গোলাম মাওলা ও কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা আবদুল খালেক উভয়ে বিদেশফেরত । তাই সরকার বিদেশফেরত সবাইকে বাধ্যতামুলক কোয়ারেন্টিনের নির্দেশ দেয়। কিন্তু ৯৫% বিদেশফেরত লোকজনকে হোম অথবা প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আনা যায়নি । এতে সাধারন জনগনের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস বাংলারদর্পনকে বলেন, আমরা এখনো সনাক্তকরণ কীট পায়নি। কোভিড-১৯এর উপসর্গ হাচি, সর্দিকাশি আক্রান্ত আগত রোগীদের ফৌজদার হাট জেনারেল হাসপাতালে পাঠাচ্ছি । প্রশাসনের পক্ষ থেকে সব চেষ্টা করেও এখন পর্যন্ত ৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলকান্দি ২০শয্যা হাসপাতাল কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত করা হলেও জনবল সংকটের কারনে এখনো প্রস্তুত করা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বাংলারদর্পনকে বলেন , বিদেশ ফেরত লোকজনদের কোয়ারেন্টিনে রাখার সব চেষ্টায় করা হচ্ছে। তবে মন্ত্রনালয়ের তালিকায় পুর্ণাঙ্গ ঠিকানা না থাকায় খুঁজে বের করা যাচ্ছেনা । আবার বিদেশ ফেরত অনেকে ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন শহরে বাসা নিয়ে থাকেন । বাংলারদর্পন ।