গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ডুবাই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে দেয়ার অভিযোগে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের নুর মিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ২জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ একজনকে বিকেলের দিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত, শেখ ওমর ফারুক বাবু সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আহাম্মদ উল্যার ছেলে।
ভুক্তভোগীর স্বামী রমজান আলী জানান, গত ২০ মার্চ একই বাড়ির প্রবাসী জহির আহাম্মদ দুবাই থেকে বাড়িতে আসে। খবর পেয়ে আজ দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে বাধ্যতামূলক বসুরহাট পৌরসভার হোমকোয়ারেন্টাইনে দেয়। পরে ওই প্রবাসীর বড় ভাই শেখ ওমর ফারুক তাদের পরিবারকে পুলিশকে তথ্য দেওয়ার জন্য দায়ী করে তার স্ত্রী চামেলী আক্তার (৩২)’র ওপর হামলা করে বেধড়ক পিটিয়ে মাথায় গুরুত্বর জখম করে মাথা পাঠিয়ে দেয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।