প্রদীপ ঈদ উৎসব : সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

চট্টগ্রাম ব্যুরো :

প্রদীপ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের ঈদবস্ত্র প্রদানের মাধ্যমে সম্পন্ন করে “প্রদীপ ঈদ উৎসব ২০১৮” এই অনুষ্টানের সভাপতিত্ব করেন প্রদীপের সভাপতি ইকরামুল হক মিজান এবং উপস্থাপনা করেন প্রদীপের সাধারণ সম্পাদক মর্তুজা।

এই সময়  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মহিউদ্দীন তুষার,কামরুল ইসলাম,  এখলাসুর রহমান, ইউসুপ রানা, নুর উদ্দীন, শাওন ও সাংবাদিক  ইফরাজ ।

 

এই সময় সভাপতির বক্তব্যে তিনি সকলের উদ্দেশ্যে বলেন এই সংগঠন আমার আপনার সকলের, এই শিশুদের মাঝে লুকিয়ে আছে অনেক ভবিষ্যত , তারা  হাঁসি খুশিতে ঈদ কাটানোর জন্য আমাদের এই আয়োজন ।

প্রদীপের স্লোগান “হাসির আনন্দ ছড়িয়ে পরুক প্রতিটি পথশিশুর মুখে, ছোঁয়াছে রোগের মতো” উচ্চারণ করে বলেন আমরা এগিয়ে যেতে চাই এই স্লোগানকে লক্ষ্য করে

এবং এই সময় প্রদীপের সংগঠনের সহ সভাপতি এহেসান হাবিব ও ওসমান,এবং সংগঠের পরিচালক ইমরান।

এ ছাড়া ও অনুষ্টান সম্পন্ন করতে কঠোর পরিশ্রম করে প্রদীপের সকল সদস্য

এভাবে প্রতি বছরের ন্যায় এবার ও প্রদীপ সুষ্টভাবে সম্পন্ন করে ঈদ উৎসব ২০১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *