ফেনীতে বিভিন্ন প্রজাতির ১৫৭টি বন্য পাখি উদ্ধার

ফেনী থেকে ফুয়াদ :
ফেনীর মহিপাল এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ১৫৭টি বন্য পাখি উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মার্মার নেতৃত্বে বিশেষ অভিযানিক টিম ফেনীর মহিপাল সংলগ্ন মধ্যম চাড়ীপুর ১২নং ওয়ার্ড দুলাল মিয়া কলোনীতে অভিযান পরিচালনা করে কলোনীর একটি টিনশেড ঘর থেকে বিভিন্ন ধরনের ১৫৭টি বন্য পাখি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পাখি গুলো হল , চন্দন টিয়া-৪০টি, হিরামন ৫টি, মুনিয়া-১০৫টি, দেশি টিয়া-০৭টি ও দেশি শালিক-০টি।

ফেনী সদর থানার ওসি নিজাম উদ্দিন জানান , বন্য পাখি বেচাকেনার অভিযোগে আতাহার আলী সিকদার (৪২) নামে একজনকে আটক করা হয়েছে । সে খুলনার সোনাডাঙ্গা উপজেলার দীল মোহাম্মদের ছেলে।

সে বগুড়া, রংপুর ও ঢাকা থেকে এই বন্য পাখিগুলো সংগ্রহ করে ফেনীর বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *