সোনাগাজীতে প্রধানমন্ত্রীর পক্ষে গরীব মেধাবী ছাত্রী ফেন্সির পড়ালেখার দায়িত্ব নিলেন লিপটন

 

ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী চর চান্দিয়ায় চরভৈরব হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির গরীব মেধাবী ছাত্রী জাহেদা আক্তার ফেন্সির পড়ালেখার দায়িত্ব নিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয়  উপ কমিটির সাবেক সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।

শনিবার(১জুলাই) সকালে সোনাগাজী চরচান্দিয়ায় সামাজিক অনুষ্ঠানে যোগদিতে যাওয়ার প্রাক্কালে চরভৈরব হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হকের বিশেষ অনুরোধে বিদ্যালয় পরিদর্শন করেন লিপটন।

এ সময় তিনি স্কুলের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোজ খবর নেন। তিনি এক পর্যায় বিদ্যালয়ের ৯ম শ্রেনি পরিদর্শনকালে প্রধান শিক্ষক গরীব মেধাবী ছাত্রী ফেন্সির পড়ালেখার কথা তুলে ধরেন। ফেন্সি ৮ম শ্রেনিতে জিপিএ ৫.০০ পেয়ে ৯ম শ্রেনিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। কিন্তু ফেন্সির পরিবারের অসচ্ছলতার কারনে পড়া লেখায় ভীষন বেগ পেতে হচ্ছে এমন বিষয় লিপটনের কাছে তুলে ধরলে লিপটন তাৎক্ষনিক ৫হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে ভবিষ্যতে তার পড়ালেখা সংক্রান্ত সকল ব্যায় বহন করার আশ্বাস প্রদাণ করেন।

বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের একদিনের টিফিনের জন্য নগদ ৫০০০টাকা প্রদান করেন। বিদ্যালয়টি যেন এমপিভূক্তকরন করা যায় সে ব্যাপারে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন

 

বিদ্যালয় পরিদশন কালে লিপটনকে ফুলদিয়ে বরন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *