ঝালকাঠিতে ঈদ পূনর্মিলনী ও সাধারণ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাইকে বিএমএসএফ প্রতিষ্ঠার মাস ঘোষণা

 

ঢাকা, ১ জুলাই ২০১৭: জুলাইকে বিএমএসএফ প্রতিষ্ঠার মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার ঝালকাঠিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ঈদ পূনর্মিলনী ও সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন। বিএমএসএফ ঝালকাঠি জেলা কমিটির সহ-সভাপতি সত্যবান সেনগুপ্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট কাওসার হোসাইন।

সভায় বক্তব্য রাখেন বিএমএসএফ ঝালকাঠি জেলা কমিটির সাংগঠনিক উপদেষ্টা পলাশ রায়, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খান রতন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন, কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উদ্দিন, নলছিটি কমিটির সভাপতি মিলন কান্তি দাস, উপদেষ্টা এইচএম সিজার, কাঠালিয়া কমিটির আহবায়ক এইচএম বাদল ও সদস্য সচিব রাসেল সিকদার প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভার শুরুতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের মাতা হাজেরা খাতুন, বরিশালের সাংবাদিক লিটন বাশার, সাংবাদিক একেএম মোতালেব হোসেন ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরের মায়ের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আগামী ১৫ জুলাই শনিবার বিএমএসএফ’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল জেলা/উপজেলায় বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের সকল জেলা/উপজেলা কমিটিকে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য প্রস্তুতি গ্রহনের জন্য আহবান জানানো হয়। এছাড়া কেন্দ্রীয় কমিটির আয়োজনে ২৫ জুলাই রাজধানীতে বণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে জেলা/উপজেলা কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুলাই সারাদেশের পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। ইতিমধ্যে ১৪ দফা দাবী ঘোষণা করায় বিএমএসএফ সাংবাদিকদের প্রানের সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *