সরজমিনে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করছেন কাদের মির্জা

নোয়াখালী :
খোলা আকাশের নিচে চেয়ারে বসে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করছেন, আব্দুল কাদের মির্জা।

যে শহরে ভোর হলেই যেখানে শুনাযেতো পাখির ডাক আজ সেখানে শোনা যাচ্ছে অবৈধ স্থাপনা উচ্ছেদের শব্দ।

যখন যানজটে অতিষ্ঠ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার প্রধান সড়কগুলো ঠিক তখনই যানজটের জন্য বিকল্প ব্যবস্থা করতে বাইপাস সড়কের কাজ হাতে নিয়েছেন বসুরহাট পৌরসভা কর্তৃপক্ষ।

২৮ সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকার সময় বসুরহাট জিরো পয়েন্ট এলাকায় বড় পোল উপরে মেয়র আবদুল কাদের মির্জা খোলা আকাশের নিচে চেয়ারে বসে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করতে দেখা যাচ্ছে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ এর বিষয়টি নিয়ে কাদের মির্জা তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন আর স্ট্যাটাস উল্লেখ করেন
“বহু বছর যাবৎ রাষ্ট্রীয় সম্পত্তি, বসুরহাট বাজারের খালপাড়ের জায়গা- ভূমি দস্যু অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে বসুরহাট বাজারের যানজট নিরসনে একটি নান্দ্যনিক বাইপাস সড়ক নির্মানের কাজ শুরু করেছি।

ইনশাআল্লাহ জনগনকে সাথে নিয়ে সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা অতিক্রম করে সকল অন্যায় – অনিয়মের বিরুদ্ধে লড়ে যাবো।

বঙ্গবন্ধুর ভাষায় বলতে চাই-
“টাকায় কুলাবে না, জনমত আমার পক্ষে”

মুহূর্তে স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যান,এবং মেয়র ফেসবুকে থাকা অনেক শুভাকাঙ্ক্ষী কাজটির জন্য উনাকে অভিনন্দন জানান।

আজিজুল হক নামে তার এক ফেসবুক ফলোয়ার কমেট করেন প্রিয় নেতা আপনাকে আন্তরিক অভিনন্দন, কোম্পানীগঞ্জের প্রতিটি ইউনিয়নের যারা অবৈধ খাল দখল করেছে ভূমি দখল করেছে তাদের থেকে তা উদ্ধার করার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি ।

এই ব্যাপারে মেয়র কাদের মির্জা ভোরের কাগজ কে জানান,উদ্দেশ্য একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ এর প্রত্যয় সুশৃংখল একটি পৌরসভা সকল সুযোগ-সুবিধা নাগরিকদের প্রদান করা আমার লক্ষ্য।

আলতাব হোসেন নামে বসুরহাট বাজারে এক প্রবীণ ব্যবসায়ী জানান যানজটের জন্য মেয়র আব্দুল কাদের মির্জা নিত্যানন্দের মোড় যে ভবনটি অপসারণ করেছেন সেটার কারণে আজ বসুরহাট বাজারে যানজট অনেকটাই কমে এসেছে, আর এই চলমান বাইপাস সড়ক টি হলে যানজট সম্পূর্ণ নিরসন এবং ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *