ফেনী প্রতিনিধি :কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ -ক্যাব ফেনী জেলা শাখার অায়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ ইস্যুতে প্রচারণা মুলক সেমিনার অনুৃষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে উক্ত সেমিনার অনুৃষ্ঠিত হয়। ক্যাব জেলা শাখার সভাপতি এডভোকেট অাক্রামুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মনোজ কুমার রায়। তিনি বলেন, উৎপাদন থেকে সকল প্রক্রিয়াজাত কালে সচেতনতা থাকবে হবে। ভোক্তারাও সচেতন হবে। ক্যাব ও সরকারি অায়োজনে সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে অবগত করতে হবে।
অনুষ্ঠানে তথ্য ও ভিডিও চিত্রের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ক্যাব কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি এসএম নাজির হোসেন।
অন্যান্যের মধ্যে অারো বক্তব্য রাখেন, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকে এনামুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিংহ, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন, সহকারি কমিশনার সোহেল রানা, কৃষক সমিতির সহ সভাপতি মেজর (অবঃ) সোলাইমান, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, সাবেক সাধারন সম্পাদক যতন মজুমদার, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ প্রমুখ।
সেমিনারে ক্যাব ও যুব ক্যাবের জেলা এবং সকল উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।