মুঃ ইব্রাহিম সোহাগ->>
সোনাগাজী উপজেলার ৬নং চর চান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুরে অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণ মূলক সংগঠন মোহাম্মাদপুর স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মোঃ আলমগির হোসেন টিপু কে সভাপতি, রহমত উল্যাহ সুমন কে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বুধবার (১৪ মার্চ) সন্ধ্যায় ক্লাবের এক সভায় ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিমাংশু বাবু এই কমিটি ঘোষণা করেন।
এছাড়া কমিটির সহ-সভাপতি পদে মোঃ শেখ ফরিদ, যুগ্ম সম্পাদক পদে আবদুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল আবদিন, কোষাধ্যক্ষ পদে মোবারক হোসেন, প্রচার সম্পাদক পদে ওমর ফারুক, দপ্তর সম্পাদক পদে নজরুল আমিন সৌরভ, ক্রীড়া সম্পাদক পদে মোঃ সোলাইমান আরমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জসীম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে হাজেফ কামরুল ইসলাম কে রাখা হয়।
অন্যদিকে মোঃ জামাল উদ্দিন, ফারভেজ, মহি উদ্দিন রাজু, মাহমুদুল হাসান, আবু ছায়েদ কে কমিটির কার্যকরী সদস্য করে আগামী ২বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।