চট্টগ্রাম রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ বসতঘর ভস্মিভুত | বাংলারদর্পন 

নিজস্ব প্রতিবেদকঃ

 

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ৩ বসতঘর। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনু হাজীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, মঙ্গলবার রাতে আগুন লেগে ৩ বসতঘরের নগদ টাকা, শিক্ষার্থীদের বই, আসবাবপত্র, গরু, হাঁস-মুরগীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন, নুরু ইসলাম, নুর মোহাম্মদ, জহিরুল ইসলাম প্রকাশ কালু। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন তালুকদার বলেন, অগ্নিকান্ডে খবর রাউজান ফায়ার সার্ভিসে জানানো হলেও বন্যায় একটি ব্রীজ ভেঙে যাওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি এলাকায় প্রবেশ করতে পারেনি।

পরে মসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে নুরু ইসলামের গরু, ও কালুর দুই মেয়ের বই পুড়ে ছাই হয়ে গেছে। বই পুড়ে যাওয়ায় কাঁদছেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী সায়মা আকতার ও ২য় শ্রেণীর ছাত্রী নাঈমা আকতার (৮)।

এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিরা অগ্নিকান্ডের বিষয়ে আমাকে অবহিত করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হবে।’ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৩ টি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন। ক্ষতিগ্রস্তদের পাশে বৃত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *