শাকিল হত্যার ৪দিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে গত ২৫ সেপ্টেম্বর রাতে খেলার মাঠে বিরোধের জেরে জিয়াউল হক শাকিল (২২) নামে এক যুবক খুন হয়। সে উপজেলার তুলাতুলি গ্রামের বাস চালক নুরুল হকের ছেলে এবং পরিবহন শ্রমিক।

 

পরদিন (২৬ সেপ্টেম্বর) একই গ্রামের ভুলুমিয়ার ছেলে নিলয় (২৩), মো. বাবুলের ছেলে মো. আকাশ (২৭) ও জসিম উদ্দিনের ছেলে মো. ইসমাইল এর নাম উল্লেখ করে মামলা দিয়েছে নিহতের পিতা নুরুল হক। খুন হওয়ার ৪দিন পরও পুলিশ জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ২৯ সেপ্টেম্বর সকালে তুলাতুলিতে মানববন্ধন করার ঘোষনা দিয়েছে এলাকাবাসি ।

 

নিহতের ভাই মো. সুমন জানায়, ৪দিন পরও একজন আসামীকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । পুলিশের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে । তবে মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হবে এজাহার নামীয় সকল আসামি।

 

উল্লেখ্য, গত বুধবার বিকেলে নজরুল প্রাইমারি সংলগ্ন উম্মুক্ত মাঠে ফুটবল খেলায় দু-পক্ষের মধ্যে বাকবিতন্ডার জেরে রাতে শাকিলকে বাড়ী থেকে রাস্তার উপর ডেকে এনে চুরিকাঘাতে হত্যার চেষ্টা করে একই গ্রামের ভুলুমিয়ার ছেলে নিলয় (২৩) ও তার সহযোগীরা। গুরুতর আহতাবস্থায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চমেকে চিকিৎসাধিন অবস্থায় শাকিল মৃত্যুবরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *