গাজী মোঃ হানিফ :-
বিগত দশ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকায় ভোট চেয়েছেন ফেনী-৩ আসনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, সোনাগাজী উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
তিনি আরো বলেছেন, ফেনী -৩ আসনে আমার চেয়ে যোগ্য প্রার্থী নাই। কারণ আমি পরপর দুইবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। জনগণের সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের আমলে ফেনী সহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সোনাগাজীতে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলের পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন, কৃষি বিশ্ব বিদ্যালয়, কারিগরি ইনস্টিটিউট নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন করবেন বলে তিনি সাংবাদিকদের জানান।
বুধবার সকালে ফেনীর ক্রাউনওয়েষ্ট হোটেল সম্মেলন কক্ষে তিনি ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এসময় তিনি ফেনী-৩ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন। তিনি আরো দাবি করেন তিনি সোনাগাজী উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সহবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। তাই দল থেকে মনোনয়ন পেলে আগামীতে ফেনী-৩ আসনের জনগণ তাকে বিপুল ভোট বিজয়ী করবে।
আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষ আর বিপক্ষের শক্তির নির্বাচন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারলে ফেনীবাসীর জন্য অভুত উন্নয়ন করবেন বলে জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ নূরুল আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোশারেফ মিয়া প্রমুখ।