সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামে এক সিঁধেল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় ,সোমবার দিবাগত রাত ২টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের আবু সুফিয়ানের ঘরে সিঁধ কেটে এক চোর ঘরে ঢুকে ৪টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আবু সুফিয়ান এলাকার চিহ্নিত চোর রিয়াদ হোসেন এর বাড়ি গিয়ে তাকে আটক করে, এসময় তার ঘরে তল্লাশী করে চুরি যাওয়া মোবাইলগুলো উদ্ধার করে এবং তাকে গণপিটুনি দিয়ে সোনাগাজী মডেল থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।
রিয়াদ পূর্ব বড়ধলী গ্রামের আবুল কালামের ছেলে।