নোয়াখালীতে হত্যার উদ্দেশ্যে ইউপি সদস্যকে গুলি | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীতে এক ইউপি সদস্যকে মোটরসাইকেলের গতিরোধ করে বেধড়ক পিটিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা।
এ ছাড়াও হামলাকারীরা ইউপি সদস্যের সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী ব্যক্তিকে পিটিয়ে জখম করছে।

শুক্রবার (২৬ জুন) রাত দশটার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের আব্দুল ওহাব বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো.হোরন (৪৯), আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ওয়ার্ডের পশ্চিম মাইছরা গ্রামের আব্দুল মান্নান’র ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার রাতে বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে কতিপয় দূর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে হামলাকারীরা ইউপি সদস্য হোরনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে তার হাত, কোমর ও পিঠে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কতিপয় দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে। তিনি আরও জানান, ইউপি সদস্যের শরীরে গুলির আঘাতের চিহৃ রয়েছে।

তবে এটা কারা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। বর্তমানে ওই ইউপি সদস্য নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে। অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *