সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবকের মৃত্যু | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুজন (২৩), জেলার সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের ৭নং বজরা এলাকার বাসিন্দা।

এ দুর্ঘটনায় সুমন নামে অপর এক বাংলাদেশী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৬জুন) সকালে দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকা বসবাসরত নোয়াখালীর প্রবাসী শরীফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী সুজন ও সুমন দোকানের মালামাল ক্রয় করতে অক্কাবিল এলাকা থেকে স্প্রিং যাওয়ার পথে হাইডেলবার্গ রোডে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রবাসী সুজনের মৃত্যু হয়।

অপরদিকে, এ দুর্ঘটনায় সুমন নামে আরও বাংলাদেশীকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *