সিসি ক্যামরা ভাংচুর : এক সপ্তাহ পরও মামলা করতে পারেনি সোনাগাজী পৌরসভা 

 

ফেনী প্রতিনিধি : খালেদা জিয়ার রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি সোনাগাজী পশ্চিম বাজারে নাশকতা, পুলিশ ও অা’লীগ নেতা কর্মীদের উপর হামলা এবং বোমা বিষ্ফোরনের ঘটনা মডেল থানার সিসি ক্যামরায় ধারন হয়। টের পেয়ে যুবদল ছাত্রদল নেতা কর্মীরা পশ্চিম বাজার এলাকায় ৫ টি ক্যামরা ভাংচুর করে। এর অাগে ধারনকৃত ভিডিওতে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে দেখা গেছে।  তবে এক সপ্তাহ পরও মামলা দিতে পারেনি সোনাগাজী পৌরসভা।

ওই মিছিল থেকে ২ বিএনপি নেতা অাটক করা হয় এবং তাদের কাছ থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়।

ওইদিন যুবদল নেতাকর্মীদের  হামলায়  যুবলীগ নেতা রিপন, ছাত্রলীগ নেতা হোনামিয়া, একরাম  ও তিন পুলিশ সদস্য অাহত হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, পুলিশের উপর হামলা ও বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে।  সিসি ক্যামরা সোনাগাজী পৌরসভার। পৌরসভা কর্তৃপক্ষ মামলা করতে হবে।

 

এ ব্যাপারে সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, পুলিশের দায়েরকৃত মামলায় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর নাম উল্লেখ না করায় উপজেলা অা’লীগ ক্ষুব্দ। বিষয়টি জেলা অা’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপিকে অবহিত করা হয়েছে।  তাঁর নির্দেশক্রমে দ্রুত সময়ের মধ্যে মামলা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *