নিউজ ডেস্ক : ১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শান্তিপূর্ণ কর্মসূচির নামে আদালতে অবমাননা করছে।’
শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্পের সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়ার রায়ে সাজার হওয়ার পর থেকে বিএনপি অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটি তাদের মনে রাখতে হবে। এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।
ওবায়দুল কাদের আরও বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। বিএনপি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ প্রদর্শন করতে চায় তাহলে আমাদের করার কিছু নেই।