পরশুরামে ৮১৫পিস ইয়াবাসহ ফুলগাজী সরকারি হাসপাতালের চালক আটক

পরশুরাম প্রতিনিধিঃ-
পরশুরাম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৮শ ১৫পিস ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ছিদ্দিককে আটক করেছে।

রবিবার (২২আগষ্ট) সকালে চিথলিয়া ইউনিয়নের কুন্ডের পাড় এলাকা থেকে ইয়াবাসহ আবু বক্কর ছিদ্দিক (৪২)কে আটক করা হয়। পুলিশ এসময় তাঁর ব্যবহৃত একটি মোটর জব্দ করে।

ছিদ্দিকুর রহমান উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেষপুষ্করনী গ্রামের হেদায়েতুল
ইসলামের ছেলে। সে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স চালক হিসাবে কর্মরত রয়েছে।

জানা যায় ছিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য ব্যবসার সাথে জড়িত।

জানা যায় ছিদ্দিকুর রহমান ৮শ ১৫পিস ইয়াবার চালান নিয়ে মোটর সাইকেল যোগে বিকল্প পথে উপজেলার সুবার বাজার হয়ে চিথলিয়ার কুন্ডের পাড় এলাকা দিয়ে ফেনীর দিকে নিয়ে যাচ্ছিলেন। এসময় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মু.খালেদ হোসেনের নেতৃত্বে এসআই আনোয়ার, এএসআই আবদুল মতিন, এএসআই মোস্তাফিজ ছিদ্দিককে গতিরোধ করে তার দেহ তল্লাসী করলে ৮শ ১৫পিস ইয়াবা উদ্বার করে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মু.খালেদ হোসেন জানান আটকৃত মাদক ব্যবসায়ী ছিদ্দিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ওসি জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *