ফেনীতে আবদুর রহমান’এর স্মরণ সভায় অনুপস্থিত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি.কম এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।

আজ বিকেলে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

তিনি বলেন , বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান ফেনী জেলা আ.লীগের সম্পদ ছিলেন । তার শুন্যতা কখনো পুরণ হবেনা । স্মরনসভায় অনুপস্থিত ৬চেয়ারম্যানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন নিজাম হাজারী।

জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার’র সঞ্চালনায় বক্তব্য দেন , জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার তপন মজুমদার , জেলা আ.লীগের সহ সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, ফেনীর পৌর মেয়র স্বপন মিয়াজি , সদর উপজেলা আ.লীগ সভাপতি করিমুল হক চেয়ারম্যান প্রমুখ ।

এসময় জেলা আওয়ামী লীগ সহ সকল উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *